গতকাল সোমবার এফডিসির ভিআইপি প্রজেকশন হলে মহরত অনুষ্ঠিত হল ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘শোধ প্রতিশোধ’ সিনেমার। অনুষ্ঠানে ছবিটির বিভিন্ন কলাকুশলী সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিউর গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ শেখ সাদী।
ছবিটিতে প্রথম বারের মত নায়ক মারুফ এর বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন হালের সম্ভাবনাময়ী নায়িকা মৌসুমী হামিদ, মৌমিতা মৌ এবং সাদিয়া আফরিন।
ছবিটির কাহিনী সম্পর্কে জানা যায়,নায়ক মারুফ তার বাবার খুনির বদলা নিতে বডিগার্ড হয়ে দায়িত্ব নিবেন তার ই বাবার খুনির। সেই অফিসের নেগেটিভ চরিত্রের নায়িকা সাদিয়া আফরিন এর বডিগার্ড মৌসুমি হামিদ যে কিনা পরবর্তীতে মারুফের খুনের বদলা নিতে তাকে সব রকমের সাহায্য করবে। এভাবে এ ই চলতে থাকবে মারুফের ‘শোধ প্রতিশোধ’ এর ঘটনা।
উল্লেখ্য যে, নায়ক মারুফ অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ যেখানে তিনি প্রথম জুটি বেঁধে অভিনয় করেন লাক্স তারকা প্রসূন আজাদ এর সাথে।
এছাড়া ও মৌসুমী, মৌমিতা এবং সাদিয়া আফরিন সবাই বর্তমানে ব্যস্ত সময় পার করছে বেশ কিছু চলচ্চিত্রে।