চট্টগ্রাম: চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে আগুন ধরে যায়।
বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাহ আমানত বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নূর-ই-আলম বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা স্কোয়াডেন লিডার সাফায়াত হোসেন ও ফ্লাইট সার্জেন্ট ফুয়াদ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ফেরদৌস আহত হয়েছেন। এরমধ্যে স্কোয়াডেন লিডার সাফায়াত হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরিভিত্তিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠনো হচ্ছে এবং অন্য দুইজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
বিমানবাহিনীর এমআই১৭ হেলিক্প্টারটি প্রশিক্ষণ মহড়া দেয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণের চেষ্টা করেন। এসময় হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়ে সেখানে থাকা তিনজনই গুরুতর আহত হন বলে বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান।
তবে বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখনো দেয়া হয়নি।
এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ বাংলামেইলকে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার কারণে শাহ আমানত বিমানবন্দরে বিমান উঠা-নামা প্রায় একঘণ্টা বন্ধ ছিল। তবে বর্তমানে তা স্বাভাবিক হয়েছে।