পাথরঘাটা বিএফডিসি (বাংলাদেশ ফিস ডেভেলোপমেন্ট কর্পোরেশন) বাজারে একটি ইলিশ মাছ নিলামে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ২ কেজি ৪শ’ গ্রাম। সোমবার সকালে বিএফডিসির আল আরাফা ফিশের আড়তদার রেজাউল করিম মাছটি নিলাম ডাকলে ১৩ পাইকারী ব্যবসায়ী মাছটি কেনার জন্য অংশ নেন। এ সময় সর্বোচ্চ ডাকে ১২ হাজার টাকায় গোপালগঞ্জের মাছ ব্যবসায়ী আব্বাস পাইকার ইলিশটি কিনে নেন। তিনি বলেন, ঢাকায় এই ইলিশ ১৫ হাজার টাকা বিক্রি করা হবে।
আড়তদার রেজাউল জানান, মানুষের পরনের কাপড়ের কাছা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। পাথরঘাটার বিশখালী নদীতে তালতলী নিদ্রা ছখিনা গ্রামের অতিদরিদ্র জেলে হানিফ মিয়ার সাইন জালে প্রায় আড়াই কেজি ওজনের ইলিশটি ধরা পড়ে। হানিফ আমার দাদনভোগী জেলে। নগদ টাকা তার হাতে দেওয়া হয়েছে। সে খুশিতে তার বাড়ির সবার জন্য ৭ হাজার টাকার জামা-কাপড় কিনে নিয়ে গেছে। (পাথরঘাটা বার্তা)