ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিরোধী জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন চলছে।
তৃতীয় দিন বুধবার সকাল থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অল্প সংখ্যক গাড়ি চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়তে পারে।
গত বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি চলবে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।
চলমান আন্দোলনে এটি বিরোধী জোটের পঞ্চম দফার অবরোধ কর্মসূচি।
সংবাদপত্র, ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স এই অবরোধ কর্মসূচির আওতামুক্ত।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ২৬ নভেম্বর থেকে বিরোধী জোট স্বল্প বিরতিতে মোট ৪১৮ ঘণ্টার অবরোধ করেছে। চলমান ৮৩ ঘণ্টার অবরোধ শেষ হলে ৫০১ ঘণ্টা পূর্ণ হবে।