ঢাকা: আজ দেশের ফিরেই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। এদিন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্রটি আরও জানায়, জয় দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়। দেশের বিভিন্ন স্থানে ঘুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। এসময় তিনি নৌকা প্রতীকে ভোটও চাইবেন।
নির্বাচনের আগে তার আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে এ সূত্র। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি।
তবে যুক্তরাষ্ট্র থেকেই তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত নির্বাচন বিষয়ক সমন্বয় চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত স্ট্যাটাস দিয়ে নিজের মতামত তুলে ধরছেন জয়।