লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।
খবর পেয়ে শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ঘটনারস্থল পরিদর্শন করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির দুপুরে সাংবাদিকদের জানান, জয়পুর গ্রামের মুক্তিযোদ্ধা মুজিবুল হকের বাড়িতে শুক্রবার মধ্যরাতে ৩ জন চোর প্রবেশ করে। এসময় তারা মুজিবুল হকের বসতঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, টাকা মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় তারা টের পেয়ে ১ জনকে আটক করে।
পরে খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী ঘটনারস্থলে উপস্থিত হয়ে আটককৃত চোরকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।