ঢাকা: প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিভিন্ন সময় এই নায়িকাকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম নেয়। সেই ধারাবাহিকতায় এবার প্রযোজক ও অভিনেতা আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপন অভিসারের গুঞ্জন ছড়িয়েছে। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো প্রতিশ্রুতি দিয়েছেন আরশাদ আদনান।
সম্প্রতি realfilmgossip@gmail.com নামের একটি অপরিচিত মেইল আইডি থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। যার মূল বিষয় বস্তু ছিলো, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রযোজক ও অভিনেতা আরশাদ আদনানের গোপন অভিসার।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়, ১২ মে বিকেল ৫টায় জেড এয়ারওয়েজ ৯ ডব্লিউ ২৭৩ ফ্লাইটে কলকাতার উদ্দেশে একসঙ্গে ঢাকা ছাড়েন আদনান ও মাহি। কলকাতায় গিয়ে একটি হোটেলে একইসঙ্গে অবস্থান করেন দু’জন।
কিন্তু মাহি ঢাকা ছাড়ার পরেই বিষয়টি জানাজানি হয়ে গেলে ১৩ মে দু’জনেই আলাদা-আলাদা ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন। আদনান ফেরেন সকাল ৯টা ১০ মিনিটে এফএম কলকাতা জেড এয়ারওয়েজের এএল ৯ডব্লি-২৭৪ ফ্লাইটে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই রিজেন্ট এয়ার আরএক্স-৭৯২-এর ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান মাহি।
সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে বাংলামেইলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আরশাদ আদনান বলেন, ‘এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। কারণ আমি এখন কক্সবাজারে রয়েছি। বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে। কোন কিছু বলার থাকলে আমার নিকেতনের অফিসে এসে কথা বলুন।’
কিন্তু প্রতিবেদকের বারবার অনুরোধের এক পর্যায়ে তিনি বলেন, ‘বিষয়টা সম্পূর্ণ মিথ্যে। কারণ বেশ কয়েকদিন ধরেই আমি কক্সবাজারে অবস্থান করছি। তবে সব কিছু জানতে হলে অপেক্ষা করতে হবে।’
তবে একটি সূত্রে জানা যায় যে প্রযোজক আদনানের নতুন ছবিতে ভারতীয় একজন অভিনেতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মাহি। আর এ কারণেই কোন একটি পক্ষ মাহির বিরুদ্ধে গসিপ ছড়াচ্ছে।
অন্যদিকে, এই ঘটনার কিছুদিন আগে একটি যৌন ভিডিওকে কেন্দ্র করে অস্বস্থিকর পরিস্থিতর মুখোমুখি হয়েছিলেন মাহিয়া মাহি। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে, অনেকেই এটাকে মাহির যৌন ভিডিও বলে দাবি করেন। তখন বাংলামেইলের পক্ষ থেকে এই নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটির আমার ভিডিও প্রমাণ করতে পারলে, নিজের ফেসবুক পেইজে তা শেয়ার দিব।’
এদিকে শনিবার মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অগত্যা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানান, ‘চলচ্চিত্র ব্যবসায় তার প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। তাই গেল কয়েক দিনের ঘটনার প্রেক্ষিতে জাজ আর মাহিকে নিয়ে কাজ করবে না।’
অন্যদিকে সংবাদ বিজ্ঞপ্তিটির উৎস সম্পর্কে বিনোদন সাংবাদিকদের কেউই জানেন না। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সত্যতা যাচাই না করেই সংবাদটি প্রকাশ করেছে।