ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের সময় শনিবার দু দেশের মধ্যে ২ হাজার ২শ কোটি ডলারের(২২ বিলিয়ন) ২২টি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। এই চুক্তির আওতায় নবায়নকৃত জ্বালানি, বিভিন্ন আর্থিক সেক্টর এবং বন্দর রয়েছে।
শনিবার সাংহাইয়ে দুই দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই চুক্তি সই হয়। এসব চুক্তি প্রসঙ্গে চীন সফররত প্রধানমন্ত্রী মোদি বলেন,‘দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা একত্রে কাজ করব। ভারত এখন চীনের সঙ্গে ব্যাবসা করতে প্রস্তুত।’ তিনি আরো বলেন, চীন ও ভারতের মধ্যে অনেক কিছুতে মিল রয়েছে। একসঙ্গে তারা অনেক কাজ করতে পারে। এছাড়া তিনি গৃহায়ণ, জ্বালানি, দ্রুতগতির রেল, মেট্রো, বন্দর, বিমানবন্দর খাতে বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার শিক্ষা, রেলওয়ে এবং বিজ্ঞান গবেষণার ওপর আরো ১ হাজার ডলারের চুক্তি স্বাক্ষর করেছে চীন ও ভারত।