মেয়র মান্নানের নামে আরো এক চার্জশিট

0

Gazipur-Leader-Mayor-Mannan-BM01শ্রীপুর (গাজীপুর): গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের নামে আদালতে রোববার আরও একটি মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ নিয়ে দু’টি মামলায় মেয়র এম এ মান্নানের নামে চার্জশিট দাখিল করা হলো।

গাজীপুর আদালতের পরিদর্শক (ইন্সপেক্টর) রবিউল ইসলাম জানান, জয়দেবপুর থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তদন্ত শেষে মান্নানসহ ৬ জনের নামে গত ১৪মে চার্জশিট আদালতে জমা দেয়। রোরবার মামলার ধার্য তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করলে আদালতের বিচারক বেগম আবেদা সুলতানা তা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন। মামলার পরবর্তী ধার্য তারিখ ১৯ মে। চার্জশিটে মেয়র মান্নানকে হুকুমের আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, গত বছরের ২ সেপ্টেম্বর জেলা শহরের জোড় পুকুর পাড় এলাকায় রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত নামা ১০/১২ জন দুষ্কৃতিকারী একটি বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাদী হয়ে পরদিন মামলাটি দায়ের করেন।

এর আগে গত ৩০ এপ্রিল মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাঙচুরের মামলায় মেয়র মান্নান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ মোট ৪৩ বিএনপির নেতাকর্মীর নামে চার্জশিট দাখিল করে পুলিশ।

মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স বাংলামেইলকে জানান, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চলতি বছরের ৯ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের নলজানি গ্রেডওয়াল সিটি এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই-ব্যানার উদ্ধারের মামলায় গত ১৪ মে মেয়র মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলা নিয়ে মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩ টিতে তিনি জামিনে রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ অবস্থায় গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More