সাদিয়া আফরিনের ফেইক ফেইসবুক প্রোফাইল, বিব্রত সাদিয়া !

0

Sadia333সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক যতটা মানুষের কল্যাণ বয়ে এনেছে ঠিক ততটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত তারকাঙ্গনের অনেকেই এ নিয়ে ব্যাপক বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাদেরই একজন ঢালিউডের নতুন মুখ সাদিয়া আফরিন।

নিজের নামে একাধিক ভুয়া আইডি দেখলে কারোরই ভাল লাগার কথা নয়। এ নিয়ে বেশ বিব্রত সাদিয়া আফরিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার নিজের অ্যাকাউন্ট ছাড়াও ফেসবুকে আমার নামে একাধিক আইডি রয়েছে। এগুলো কে খুলেছে কারা খুলেছে তার কিছুই জানতে পারছি না। এ নিয়ে অনেক ঝামেলার মধ্যেই পড়তে হচ্ছে। বন্ধুমহলে কিংবা পরিচিতজনদের কেউ এসে যদি বলেন, আমাকে অ্যাড করেছেন কিন্তু একসেপ্ট করছি না কেন? তখন অনেক লজ্জার মধ্যে পড়তে হয়। কারণ, তারা যে আইডিতে আমাকে অ্যাড করছেন সেগুলো আমার নামে ফেইক আইডি। আমার নিজের আইডিতে অ্যাড করলে তো দেখতেই পেতাম। এ যন্ত্রণা থেকে মুক্তি প্রয়োজন। মাঝে মাঝে খুবই হতাশ হই।

সম্প্রতি আমার নামে https://www.facebook.com/profile.php?id=100005080694793 এবং https://www.facebook.com/profile.php?id=100008817131987 এই ২ এড্রেসে ফেইক আইডি খুলেছে। এ ছড়াও অনেক ফেইক প্রফালের কারনে ভিত সাদিয়া।

ফেইক এই আইডিতে বন্ধুত্বের অনুরোধ না পাঠাতে এবং বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করার অনুরোধও জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More