রাজীব হত্যা মামলার সংশোধিত অভিযোগ গঠন

0

rajibত্রুটি ধরা পড়ায় শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার সংশোধিত অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ সংশোধিত অভিযোগ গঠন করেন। আগামী ২৭ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
 আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধিত এ অভিযোগ গঠন করা হয়। এর আগে রোববার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও বিচারক ছুটিতে থাকায় তারিখ পিছিয়ে ২১ মে করা হয়েছিল।
 ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীর হাতে নিহত হন রাজীব হায়দার শোভন। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ সিএমএম আদালতে আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৫৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।
 অভিযোগপত্রে উল্লেখিত আট আসামি হলেন- নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।
 চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রানা পলাতক ও অপর আসামিরা গ্রেফতার হয়েছেন। তারা আদালতে রাজীব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
 ২০১৫ সালের ১৮ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More