ঢাকা: ১২ মাসের কিস্তি সুবিধা বাজারে উন্মুক্ত করল ২০১৪ সালের গ্যালাক্সি নোট ১০.১। .নোট বুকটির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার টাকা। নোটবুকটির সাথে আছে এস-পেন যার মাধ্যমে ১০.১ ইঞ্চি বড় ফুল এইচডি ডিসপ্লে। আছে থ্রিজি ও ওয়াই ফাই কানেক্টিভিটির জন্য ১.৯ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও ৩ গিগাবাইট র্যা ম।
এস-পেন এর সাহায্যে উপভোগ করা যায় অভিনব সব ফিচার যেমন এয়ার কমান্ড, অ্যাকশন মেমো, স্ক্র্যাপ বুক এবং এস ফাইন্ডার। আর মাল্টি উইন্ডো অপশনের এর মাধ্যমে ব্যবহারকারীরা এক সাথে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
এতে অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা (২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা), ব্লুটুথ ৪.০, এ জিপিএস, গ্ল্যানোস এবং দীর্ঘমেয়াদী ৮,২২০ এমএএইচ ব্যাটারী।