সাম্প্রতিক আন্দোলনে নিষ্কৃয়তার কারণে মির্জা আব্বাসসহ মহানগর নেতৃত্বের ওপর নাখোশ দলের চেয়ারপারসন। এজন্য দলের ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিচেছন খালেদা জিয়া। মির্জা আব্বাসের পরিবর্তে নেতৃত্বে আসতে পারেন নতুন কেউ।
২০১৪ সালের জুলাই মাসে আগের কমিটি বাতিল করে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিবুন্নবী সোহেলকে সদস্য সচিব করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আগের কমিটির খোকা-সালামের মতো নতুন কমিটির নেতারাও মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ব্যর্থ হন। বিশেষ করে গুলশানে খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় তিনমাস আত্মগোপনে থাকায় ও কার্যকরী ভূমিকা রাখায় প্রশ্নবিদ্ধ তাদের নেতৃত্ব।
দলের নেতারা জানান, আপাতত আন্দোলন কর্মসূচি না দিয়ে দল গোছানোর দিকে মনযোগী হয়েছে বিএনপি। নেতৃত্বে পরিবর্তন আসতে পারে মহানগর কমিটিতে।
দলের নেতারা মনে করছেন, মহানগর বিএনপি শক্তিশালী না হলে রাজধানীতে আন্দোলন জোরদার করা সম্ভব নয়।