বলিউডের নিষিদ্ধ ১১ ছবি

0

Bollywoodঢাকা : পরিসংখ্যান বলছে, সেন্সর বোর্ড যে সমস্ত ছবিগুলি নিষিদ্ধ করেছে, মানুষের কৌতূহল সেই সমস্ত ছবিগুলি ঘিরেই বেশি৷ কোনও মা যখন তাঁর সন্তানকে নির্দিষ্ট কোনও সিনেমা দেখতে বারণ করেন তখন অধিকাংশ ছেলে বা মেয়েটি সাময়িকভাবে ছবিটি দেখা থেকে বিরত থাকলেও মা অন্যত্র হওয়ার সঙ্গে সঙ্গেই যথারীতি ছবিটি দেখা শুরু করে৷ এটা সমাজের পরিচিত একটা ছবি৷

বলিউডের এমন কয়েকটা ছবি একটা সময় সমাজে বিতর্কের ঝড় তুলেছিল৷ সেই সমস্ত ছবিকে দিনের আলো দেখা নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷ কিন্তু সেই ছবিগুলিই আজও মানুষের মনে রয়ে গিয়েছে৷ কোনও কোনও ছবি আবার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন হয়ে গিয়েছে৷
আসুন দেখে নেওয়া যাক, বলিউডের কোন ১১টি ছবি নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷

১. কিসসা কুরসি কা: বলিউডের বিতর্কিত সিনেমাগুলির মধ্যে কিসসা কুরসি কা অন্যতম৷ শাবানা আজমি এবং রাজ বব্বর অভিনীত এই ছবি নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷ছবির পরিচালক অমৃত নাহাতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি এই সিনেমায় ইন্দিরা গান্ধী এবং তাঁর ছেলে সঞ্জয় গান্ধীর রাজনৈতিক জীবন তুলে ধরেছেন৷ ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেন তখন ছবিটি রিলিজ করে৷ক্ষুব্ধ কংগ্রেস সরকার সেন্সর বোর্ডকে নির্দেশ দেয় সিনেমার সব কপি নষ্ট করে দেওয়ার জন্য৷গুরগাঁওয়ের কিছু জায়গায় ছবির কপি জ্বালিয়ে দেওয়া হয়৷

২. আঁধি: দেশে জরুরি অবস্থার সময় মুক্তি পাওয়া আরও একটি বিতর্কিত ছবি হল আঁধি৷পরিচালক গুলজারের এই ছবিটিও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন নিয়ে তৈরি৷সাফল্যের সঙ্গে ২০ সপ্তাহ চলার পর এই ছবিটিও নিষিদ্ধ করা হয় কংগ্রেস সরকারের নির্দেশে৷পরে ছবিটি ২৩তম ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড-এ সেরা ছবি হিসাবে মনোনীত হয়েছিল৷

৩. দ্য ব্যানডিট কুইন: পরিচালক শেখর কাপুর নির্মীত এই ছবির গল্পে ফুলন দেবীর জীবন তুলে ধরা হয়েছিল৷ সেন্সর বোর্ড ভাবতেও পারেনি যে, ভারতীয় দর্শকের কাছে ছবিটি এতখানি গ্রহণযোগ্য হবে৷ছবিতে সেক্সুয়াল কনটেন্ট, নুড্যিটি এবং কিছু অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য দ্য ব্যানডিট কুইনের মতো একটা ব্রিলিয়ান্ট সিনেমাকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে ৷কিন্তু ছবিটিতে বিতর্কের মাত্রা যোগ করেন ফুলন দেবী স্বয়ং৷ ফুলন দেবীর অভিযোগ ছিল, তাঁর জীবনের বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য বিকৃত করা হয়েছে৷

৪. ফায়ার: ১৯৯৬ সালে শাবানা আজমি এবং নন্দিতা দাস অভিনীত এই ছবিটিকেও নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷দীপা মেহতা পরিচালিত এই ছবিতে ভারতীয় হিন্দু পরিবারের দুই সমকামী মহিলার চরিত্র তুলে ধরা হয়েছিল৷

৫. কামসূত্র, আ টেল অফ লাইফ: পুরোপুরি সেক্সুয়াল কনটেন্ট নিয়ে নির্মীত পরিচালক মীরা নায়ারের এই ছবিটিও নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড৷

৬. পাঞ্চ: ১৯৯৭-তে যোশী-অভয়ঙ্কর সিরিয়াল মার্ডারের ঘটনার প্রেক্ষাপটে নির্মীত হয়েছিল পাঞ্চ৷অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিতে অতিরিক্ত হিংসা, ড্রাগ এবং অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য ছবিটি নিষিদ্ধ করে সেন্সর বোর্ড৷

৭. ব্ল্যাক ফ্রাইডে: ১৯৯৩-তে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ছিল এই ডকুফিচার ছবিটির মূল বিষয়বস্তু৷ নিষিদ্ধ হওয়ার দু’ বছর বাদে ছবিটি সারা দেশে মুক্তি পায়৷

৮. পারজানিয়া: এই ছবিটি ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রেক্ষাপটে নির্মীত হয়েছিল৷দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড মিললেও গুজরাত সরকার ছবিটির স্ক্রিনিং নিষিদ্ধ করে৷

৯. সিনস: এক যুবতীর সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়ে পড়েন কেরলের এক পাদ্রি এবং সম্পর্কটা তিনি সমাজের থেকে লুকাতে চান৷ ছবিতে নুড্যিটি দেখানোয় সিনসকে নিষিদ্ধ করে সেন্সর বোর্ড৷

১০. ওয়াটার: দীপা মেহতা পরিচালিত এই সিনেমায় বেনারসের কিছু আশ্রমের বিধবা মহিলাদের অসহায়তার ছবি দেখানো হয়৷ হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই ছবি নিয়ে প্রতিবাদ জানায় এবং সিনেমার সেট পর্যন্ত নষ্ট করে দেয়৷ছবিটি পরে রিভার মুন নামে মুক্তি পায়৷

১১. ফিরাক: গুজরাতের দাঙ্গা নিয়েই মুলত এই ছবির গল্প৷পরিচালক নন্দিতা দাশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছেন৷যার ফলস্বরূপ গুজরাতে ছবিটি নিষিদ্ধ হয়ে যায়৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More