দীর্ঘ দিনের নানান জল্পনাকল্পনা শেষে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগ হয়েছে অর্থ লেনদেন সেবা। সেবাটি চালু হওয়ায় ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা ফেসবুক বন্ধুদের গ্রুপ চ্যাটের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠাতে পারবেন। বুধবার এই কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ছোটখাটো কিছু পরিবর্তনের পর পরই চালু করা হয়েছে সেবাটি। তবে প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রের সিয়াটল, পোর্টল্যান্ড ও অস্টিনে সেবাটি চালু করা হয়েছে। শিগগিরই তা দেশটির অন্যান্য অঞ্চলে চালু করা হবে। বর্তমানে নিউইয়র্কের মেট্রোপলিটন এলাকাতে সেবাটি চালু করার তোড়জোড় চলছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য সেবাটি উন্মুক্ত করা হবে। ২০১৪ সালের জুলাই মাসে মার্ক জাকারবার্গের বরাত দিয়ে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিশ্বজুড়ে ইন্টারনেটের প্রসার বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে অনলাইনে পণ্য কেনাকাটার পরিমাণও বাড়ছে। ২০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকের মেসেজ সার্ভিসে। প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে পেমেন্ট পদ্ধতি নিয়ে কাজ করেছে। তাই শীর্ষ সামাজিক মাধ্যমটির নজর অনলাইন পেমেন্টের দিকে। এরপর একই বছরের অক্টোবর মাসের প্রথম দিকে সেবাটি চালু করার কথা আরেকবার ছড়ানো হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী অ্যান্ড্রু অডে আইওএস অ্যাপ ডেভেলপার টুল সাইক্রিপ্ট ব্যবহার করে ফিচারটি তৈরি করছেন বলে সে সময় জানানো হয়।