ঢাকার চলচিত্রে নতুন সম্ভাবনা রাইসা খান

0

Raisa Khanশোবিজের ঝলমলে ভুবনের বাসিন্দা রাইসা খান। মোহনীয় সৌন্দর্য ও আকর্ষনীয় শারীরিক গঠনের সুবাদে মিডিয়াতে দিনেদিনে তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ের ব্যস্ততম মুখ যার কথা না বললেই নয়। রাইসা খান বর্তমানে বেশকিছু নাটক ও ছবিতে কাজ করছেন। তিনটি নাটকে কাজ করছেন তিনি, সামনে আরো অনেকগুলো কাজের ব্যপারে কথা চলছে। নাটকের গন্ডি পেরিয়ে এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। নতুন একটি ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে যার নাম একনো ঠিক করা হয়নি। আরো দুয়েকটা ছবির বিষয়ে কথা হচ্ছে বলে জানান রাইসা। রাইসার কাছে তার জীবনের উদ্দেশ্য সর্ম্পকে জানতে চাইলে তিনি সাংবাদিকদের মুচকি হাসি দিয়ে বলেন উদ্দেশ্য তো অনেক বড়। কারণ আমি ছোট থেকে কঠোর পরিশ্রম ধৈর্য্য সহকারে কাজ করতে পছন্দ করি। তাই আমি কাজে ভয় না পেয়ে কাজের ধরণ প্রকৃতি সুন্দর ভাবে গ্রহণ করি তারপর দেখেশুনে কাজ শুরু করি। উদ্দেশ্য সফলের প্রথম শর্ত আরাম্ভ করা, তাহলেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে। রাইসা খানের কাছে অভিনয়ে আসার কথা জানতে চাইলে তিনি বলেন আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে নাটক, চলচিত্রের ছবি দেখা ছিল আমার গভীর নেশা।
এরপর মাথায় সার্বক্ষনিক চিন্তা ঘুরপাক খেতে থাকে কি ভাবে অন্য ১০জন নায়িকার মত নাটক, চলচ্চিত্রে অভিনয় করা যায়। সে উদ্দেশ্য নিয়ে রাইসা খান প্রথমে মডেল তারকা হিসেবে অভিনয় শুরু করেন। উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত রাইসা খান বেশ কয়েকটি নামি দামি প্রতিষ্ঠিত কোম্পানীর পণ্যের মডেল হিসেবে অভিনয় করে চলচ্চিত্র পাড়া থেকে শুরু করে দেশের সব শ্রেণীর মানুষের কাছ থেকে অসিম প্রশংসা কুড়িয়েছেন। মডেল তারকা হিসেবে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন চলচিত্র পরিচালক , প্রযোজক ও খ্যাতিমান তারকাদের সাথে তার পরিচয় ঘটে। রাইসা মিডিয়াকে জানান আমার লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের প্রধান সখ ছিল চলচ্চিত্রে জগতে অভিনয় করা। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় আমার
সে সুযোগ হয়েছে। তার এ সফলতার পিছনে প্রধান ভূমিকা কার-এ প্রশ্নের জবাবে রাইসা খান জানায় -আমার পিতা-মাতা সার্বিক ভাবে আমাকে সকল ক্ষেত্রে উৎসাহ অনুপ্রেরণা ও সহযোগিতা যুগিয়েছেন । এরপর সর্বক্ষেত্রে আমার সহকর্মী, বন্ধুরা সার্বক্ষনিক আমার পাশে থেকে উৎসাহ ও
সাহস যুগিয়েছে। তিনি অনলাইন মিডিয়ার মাধ্যমে দেশবাসীসহ সবারকাছে দোয়া চান তিনি আরো বলেন আমি একজন বড় মাপের অভিনেত্রী হওয়ার প্রহর গুণছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More