ভারতের একটি টিভি চ্যানেলে বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এ অভিনেতা সালমান খানের পর এবার নিজেকে ভার্জিন দাবি করলেন অর্জুন কাপুর ও রণবির সিং। এর আগে সালমান খান নিজেকে ভার্জিন বলে দাবি করে বলেছেন, তিনি কখনো কারো সঙ্গে সম্পর্কে যাননি। তিনি একজন ভার্জিন এবং তার স্ত্রীর জন্য নিজেকে রক্ষা করছেন। সেই পদাঙ্ক অনুসরণ করে সম্প্রতি অর্জুন কাপুর ও রণবির সিং নিজেকে ভার্জিন দাবি করলেন। ডিএনএ ইন্ডিয়ায় প্রকাশিত সে সাক্ষাৎকারের একাংশ।
অর্জুন: ভাই এ ব্যাপারে একজন অগ্রদূত। আমরা দুজনেই ভার্জিন। আমি দেরিতে প্রস্ফুটিত হই। আমি যদি কোনো বিছানায় শুতাম তাহলে সেখানেই আটকে যেতাম। অন্যকিছু করা কঠিন। আমার পক্ষে নিজের দিকে তাকানো খুব কঠিন ছিল। আমার যাত্রা অনেক পরে শুরু হয়েছে। আমি এখনো প্রস্তুত হচ্ছি।