লালমনিরহাটে ফখরুল ইসলাম বুলেট (৩৫) নামে এক শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফখরুল মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়ার এনামুল হক সরকারের ছেলে। তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার রাত ১০টার দিকে মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, ফখরুল শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি একই ইউনিয়ন যুবলীগের সদস্যও ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় ফখরুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের চিকিৎসক দীপংকর রায় জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের ১৫-২০টি আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।লালমনিরহাট সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, হত্যার কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।