বরাবরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ২ জুলাই থেকে ২২ হাজার কোটি টাকার সমপরিমাণ নতুন এ নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, আগামী ২ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংকের সবগুলো শাখা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা থেকে ২ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের নোট বাজারে ছাড়া হবে।তিনি বলেন, নোট যাতে কালোবাজারি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বাংলাদেশ ব্যাংক।
একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবেন। এদিকে রাজধানীর মানুষের জন্য বরাবরের মতো ১৮টি বিশেষ শাখায় নতুন নোট ছাড়া হবে।
Prev Post