চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম রেলপথের সীতাকুন্ডে লাকসামগামী ডেমু ট্রেন আটকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের বিচার দাবি করছেন এলাকাবাসী। তবে বিকল্প পথ দিয়ে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে সীতান্ডুন্ড রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি হীমাংশু দাশ রানা বাংলামেইলকে বলেন, ‘৪ টা ১০ মিনিটে লাকসামের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায় একটি ডেমু ট্রেন। এটি বিকেল ৫টার সময় সীতাকুন্ড রেলস্টেশনে পৌঁছলে ট্রেনের দুই যাত্রীর ডাকে স্থানীয়রা সেটি আটকে দেয়। এসময় তারা অভিযোগ করেন। ওই ট্রেনের দুই যাত্রীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এরপ্রতিবাদে ট্রেন আটকে রাখা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ট্রেনে দায়িত্বরত অভিযুক্ত দুই নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করা না হবে তারা আটকে রাখা ট্রেন ছাড়বে না।’
তিনি আরো বলেন, ‘তবে এলাকাবাসী রেলপথের একটি মাত্র পথে ডেমুট্রেনটিকে আটকে রেখেছে। অন্য লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ছুটে গেছেন।’