বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘পিকু’তে বাঙালি চরিত্রে অভিনয় করে একেবারে বলিউড মাত করে দিয়েছেন। আর এরই জের ধরে বাংলা সিনেমার নির্মাতারা এখন এই অভিনেত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।
ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকরা নাকি দীপিকাকে তাদের সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিচ্ছেন। তারা সকলেই নাকি দীপিকাকে তাদের সিনেমার জন্য চাইছেন। আর দেবেন নাই বা কেন? দীপিকা সবসময়ই তো ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
দীপিকা কিন্তু তার সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বেশ এগিয়েই রয়েছেন। এ পর্যন্ত তিনি টানা আট-নয়টি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন যার হিসেব তিনি নিজেও রেখেছেন বলে মনে হয় না। ব্যস্ত দীপিকার এর পরের সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে তিনি আবারও জুটিবদ্ধ হয়েছেন রণভীর সিংয়ের সঙ্গে। সিনেমাটতে আরো রয়েছেন প্রিয়াংকা চোপড়া।