ঢাকা: নৌবাহিনীর ৫১ কর্মকর্তা কমিশন লাভ করেছেন। এ উপলক্ষে নেভাল একাডেমিতে সোমবার এক কুচকাওয়াজের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন, প্যালেস্টাইন, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মোট ৪৪ জন মিডশিপম্যান এবং ১৫ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৫৯ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।
মিডশিপম্যান-২০১২ এ ব্যাচের মো. মেরাজুল ইসলাম সায়মন ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়াও মো. আফজালুল আলম ফরিদ, ‘ওসমানী’ স্বর্ণপদক ও মো. সানজিদুর রহমান, ‘নৌবাহিনী প্রধান’ স্বর্ণপদক লাভ করেন। ডিইও-২০১৩ বি ব্যাচ থেকে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আশরাফুল আরেফিন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন।
রাষ্ট্রপতি চট্টগ্রামে পৌঁছলে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব।
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সেনা ও বিমান বাহিনীর প্রধান, দেশী-বিদেশী কুটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।