দক্ষিন বঙ্গ তথা যশোরের তরুন উদীয়মান ইসলামী কন্ঠ শিল্পি তাসনীম আলম রাসেলের প্রথম একক ভিডিও এলবাম ” মানব ঘড়ি ” মুক্তি পাওয়ার আগে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । এই উদীয়মান শিল্পির বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়ায়।
এলবামটিতে সুন্দর সুন্দর ৮টি ভিডিও গান দিয়ে সাজানো হয়েছে। গানগুলোর গীতিকার ও সুরকার বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পি ও টিভি উপাস্থাপক আমীরুল মোমেনীন মানিক। এলবামটি এই রমজানে সারাদেশে পাওয়া যাচ্ছে ।