ঢাকা: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউডের ব্যবসাসফল ছবি ‘এবিসিডি ২’-এর ড্যান্সার নিলেশ নির্ভাবনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ১৪ বছর বয়সী একজন প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এই তরুণ নাচিয়েকে। ভারতের উত্তরখন্ডের পান্ট নগর থানা পুলিশ গত ২৬ জুন গ্রেপ্তার করে তাকে। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরবর্তীতে নিলেশ দোষ স্বীকার করলে বিষয়টি গোচরে আসে।
পান্ট নগরের পুলিশ ইন্সপেক্টর এ বিষয়ে বলেন, গত মাসে নিলেশ এবং তার দুই বন্ধু মিলে ওই প্রতিবন্ধি শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মোটামুটি অগোচরেই করে তারা। কিন্তু ক’দিন ধরে ধর্ষিত মেয়েটিকে মানসিকভাবে বিকারগ্রস্ত দেখা যাওয়ায় তার শিক্ষিকা জিজ্ঞেস করলে ধর্ষিত হওয়ার খবরটি জানা যায়। তারপরই মেয়েটির বাবা-মা নিলেশ এবং তার দুই বন্ধুর নামে পান্ট নগর থানায় মামলা করেন। নিলেশকে পুলিশ ধরতে পারলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে তার দুই ধর্ষক বন্ধু।
উল্লেখ্য, বরুন ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত এ বছরের ব্যবসাসফল ছবি প্রভু দেবার ‘এবিসিডি ২’; ছবিটি ইতিমধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।