ঢাকা: দুঃখজনক অথচ বিরল এক ঘটনা ঘটলো ইতালিতে। ছেলের চিতাভস্ম হীরাতে পরিণত করলো এক বাবা। এরফলে চিরকালের মতো বাবার কাছে থেকে গেল ছেলের স্মৃতি।
জানা যায়, এই বছরের শুরুতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় বিশ বছরের এক তরুণ। তারপর উত্তর ইতালির ট্রিভিসোতে তার দেহ পুড়িয়ে কবর দিয়ে দেয়া হয়। এরপরই ৫৫ বছর বয়সি ওই বাবা ছেলের চিতাভস্মকে হীরাতে পরিণত করার সিদ্ধান্ত নেন।
হীরে তৈরি করার জন্য, তিনি ছেলের চিতাভস্ম থেকে কার্বন বের করে, তা পাঠান সুইজারর্যান্ডের এক ল্যাবে। সেখানেই ওই কয়লা পরিশুদ্ধ করে এই হীরা তৈরি করেছেন। এর জন্য, আনুমানিক প্রায় ১৮ হাজার ডলার খরচ হয়েছে তার।
দীর্ঘ আট মাস অপেক্ষার পর, ছেলের চিতাভস্ম থেকে এই সিন্থেটিক হীরাটি হাতে পেয়েছেন ওই শোকস্তব্ধ পিতা।