ঢাকা: জনপ্রিয় টিভি শো স্প্লিটসভিলায় মানসিক ও শারিরিক হেনস্থার শিকার হয়েছেন ইন্দো-কানাডিয়ান বংশদ্ভূত অভিনেত্রী সানি লিওন, এমন গুজবই ক’দিন ধরে চলছে বলিউড পাড়ায়।
গত বছরের স্প্লিটভিলার বিজয়ী পরস শারিরিক ও মানসিকভাবে তাকে বিরক্ত করেছেন বলে অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
জানা গেছে, স্পিটসভিলা-৮ এর অন্যতম সঞ্চালিকা এবার সানি লিওন। আর সেখানেই গতবারের বিজয়ী পরস নাকি লাঞ্চিত করারর চেষ্টা করেছেন সানিকে। পরিস্থিতি এমন পর্যায়েই চলে গিয়েছিল যে,শেস পর্যন্ত অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে বাধ্য হযেছিলেন সানি। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে পরসকে না ডাকতেও অনুরোধ করেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সানি সব ধরণের অনুষ্ঠানে তার স্বামীকে নিয়ে হাজির হন। স্প্লিটভিলার অনুষ্ঠানেও তিনি স্বামী মাইকেল ওয়েভারকে সাথে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরস নাকি এতোই দুঃসাহসী হয়ে উঠেছিলেন যে, ওয়েভারকে পাশ কাটিয়েই তিনি সানির কাছে চলে যেতে চেয়েছিলেন। শেষে পেরে না উঠে দূর থেকেই নানান ধরণের বাজে ইঙ্গিত করেন সানিকে। যদিও পরস এসব অভিযোগ অস্বীকার করেছেন ।