হেলসিংকি: জুরিখে রোববার সন্ধ্যায় মহান বিজয় দিবস উদযাপন করে সুইজারল্যান্ড বিএনপি। সভাপতির ভাষণে সুইজারল্যান্ড বিএনপির সহ সভাপতি শেখ আনোয়ার বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণের সঙ্গে ছেলেখেলা খেলছে। ২০১৩ সালে এসে র্যাবকে ১৯৭২-৭৫-এর মতো ভারত ও আওয়ামী লীগের অনুগত রক্ষিবাহিনীতে পরিণত করার আলামত পরিলক্ষিত হচ্ছে।’
সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবীর মোল্লা সেনাবাহিনীকে অনুরোধ করে বলেন, ‘আপনারা আমাদের সম্পদ ও অহংকার, সুতরাং আমরা বিশ্বাস করি এই প্রহসণের নির্বাচনে আওয়ামী সরকারের তল্পিবাহক হয়ে জনগণকে প্রতিপক্ষ বানাবেন না।’
তিনি আরো বলেন, ‘প্রহসণের এ নির্বাচনে ১৫৪টি আসনে বিজয়ী না করে ৩শ আসনের প্রার্থীকে তারা বিজয়ী করে দিতে পারতেন। নির্বাচনের নামে জনগণের সঙ্গে এতো নাটক করার প্রয়োজন ছিল না।
প্রচার সম্পাদক মাহবুবুর রহমান অসীম বলেন, ‘গণতন্ত্রের নামে নাটক চলছে, নির্বাচনের নামে খেলা চলছে। রক্ষীবাহিনী শেখ মুজিবের শাসনামলে ত্রিশ হাজার মানুষ হত্যা করেছিল, র্যাব আজ তাদেরই প্রতিধ্বনি।’
সুইজারল্যান্ড বিএনপির সহ সভাপতি শেখ আনোয়ারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কবীর মোল্লার পরিচালনায় ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান অসীমের উপস্থাপণায় বিজয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন- সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, শামীম বিশ্বাস, আবদুর রহমান, আসলাম বিল্লাল, জহুরুল ইসলাম, স্বপন, জামাল, বাবুল সরকার, ফরিদ, মাসুদ পারভেজ, সিরাজুল ইসলাম সারু, চঞ্চল মাদবর।