নগ্ন ছবি প্রকাশের পর স্পর্শিয়ার সাক্ষাৎকার

0

sporrrটিজেডস স্টোর নামে একটি গয়না বিক্রয় প্রতিষ্ঠানের মডেল হতে গিয়ে এক মাস আগে একটি ফটোসেশনে অংশ নেন মডেল ও অভিনেত্রী স্পর্শিয়া। ছবিটি গত বৃহস্পতিবার আপলোড করা হয় তার নামে করা এক ফ্যান পেজে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। এ বিষয়সহ সাম্প্রতিককালের কাজ নিয়ে নানা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন কামরুজ্জামান মিলু-

টিজেডস স্টোরের ফটোসেশন ও ছবি প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই।
হ্যাঁ, এটা আমারই ছবি। কিন্তু বিষয়টাকে নিয়ে সবাই ভুল বুঝছে। ছবিতে যা দেখা যাচ্ছে, বাস্তবতা কিন্তু তা নয়। দেখুন এই ছবিটা নিয়ে আজ অনেক অনেক কথা হচ্ছে। ফেসবুকে সবাই যা তা বলছে। জাস্ট পিঠে গয়না রেখে ছবিটা টাইট ফ্রেমে তোলা হয়েছে। এতে নগ্নতার কিছু নেই। আর আমি অশ্লীল মেয়ে নই। আর ছবিটা আরও এক মাস আগের। এটা একটা গহনার ফটোসেশনে ওঠানো ছবি। হঠাৎ তারা এটি আপলোড করার পর আমি তা সাইট থেকে নামানোর জন্য অনুরোধ করি। আর আমার নামে যে ফ্যান পেজে ছবিটি আপলোড করা হয়েছে সেটিও আমার নয়।sporshia25-300x223

ছবিটি কি দৃষ্টিকটু নয়?
হ্যাঁ আমি মানছি ছবিটি দৃষ্টিকটু। তবে আমি ওই পেজের অ্যাডমিনকে অনুরোধ করেছি ছবিটি নামিয়ে ফেলতে। আর আমি তারকা হওয়ার জন্য এটা করিনি। কারণ আমাকে এরই মধ্যে বেশকিছু ভালো কাজের মাধ্যমে দর্শকরা চিনেছে। এটা কেন আমি করতে যাব। এটা যদি কেউ ভেবে থাকে তাহলে ভুল করছে।

এবার ঈদে কী কী নাটক দেখবে দর্শকরা?
এবারের ঈদের জন্য বেশকিছু খ-নাটকে অভিনয় করেছি। তবে এর মধ্যে আলী ফিদা একরাম তোজো ভাইয়ের পরিচালনায় ‘ভ্যানিটি ব্যাগ’ ও ‘ত্রিকোনোমিত্রী’। এছাড়া আরও কিছু পরিচালকের নাটকে কাজ করেছি। এই মুহূর্তে মনে করতে পারছি না।

আপনি কাজে এখন অনিয়মিত কেন?
আমি মাঝে কলকাতা ও ঢাকা দৌড়াদৌড়ি করেছি। কারণ ফিল্মের ওপরে একটা কোর্স করেছি আমি। এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আর কাজ আগের চেয়ে এখন অনেক কম করছি, এটা সত্যি।

বর্তমানে ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী?
আমার তো সবে ক্যারিয়ার শুরু। বর্তমানে নিজের জীবনকে একটু সাজানোর চেষ্টা করছি। আর পরবর্তী বছরে ইনশাল্লাহ চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে আছে। সব কিছু ঠিক থাকলে সবাইকে জানিয়ে করব।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More