জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একের পর এক নাটক আর টেলিফিল্ম করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ে আসার আগেই বিয়ে করেছেন তিনি। তাহলে শিরোণামটা দেখে নিশ্চই অনেকে আঁতকে উঠেছেন। আবার বিয়ে করলেন নাকি মোশাররফ করিম। তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে! ঘটনা কিন্তু সত্য… মোশাররফের পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হোম ইকোনোমিক্সে ‘ফুড অ্যান্ড নিউট্রেশন’ নিয়ে পড়াশোনা করেছেন। গ্ল্যামার আর আকর্ষণীয় অভিনয়ের কারণে শোবিজাঙ্গনে পরিচিত মুখ তিনি। আর বলতে চাই না। বলুনতো মোশাররফ করিমের পাত্রীটি কে??? নাজিয়া হক অর্ষার কথা বলছি। এই প্রথমবার অর্ষা মোশাররফ করিমের বউ সেজেছেন। তবে সেটা নাটকে অভিনয়ের সূত্র ধরে। নানা ঘটনার মধ্য দিয়ে অবশেষে বিয়ে করেই ফেললেন মোশাররফ করিম ও অর্ষা। সকাল আহমেদের পরিচালনায় সদ্য নির্মিত ধারাবাহিক নাটক ‘খায়েশ’ এ প্রেমটা লুকানো থাকলেও দুই তারকার বিয়েটা হলো বেশ ধুমধাম করে। নির্মাতা সকাল আহমেদ জানান, মাছরাঙা টেলিভিশনে ৬ পর্বের এই নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। এতে মোশাররফ করিম-অর্ষা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, জুঁই, আরফান, শিরিন আলম প্রমুখ। নাটকে মোশাররফ-অর্ষার বিয়ে প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকের শেষ চমক হিসেবে দেখা যাবে দু’জনার বিয়ের ঘটনাটি। দু’জনেরই এটা প্রথম নাটুকে বিয়ে…