টাইগারদের এক সময়ের প্রানের জোর মোহাম্মদ আশরাফুলের আজ জন্মদিন, তিনি ১৯৮৪ সালের এই দিনে ঢাকাতে জন্ম গ্রহন করেন। আশরাফুলের খেলা এখনো স্মরণ করে মানুষ। হৃদয় সিক্ত ভালোবাসায় এখনো তার কোটি কোটি ভক্ত রয়েছে বাংলাদেশে যারা চায় আবার আসুক আশরাফুল। খেলুক প্রান খুলে সকল দেশের বলারদের জম হয়ে দারাক আবার।
আজকের এইদিনে সকলের কাছে চাই আশরাফুলের জন্য দোয়া আর দিবার্তা.কমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ জন্মদিন আশরাফুল।