বিদ্যা সিনহা সাহা মীমের রূপের জৌলুস একটু বেশিই বটে! এমনটাই অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা রাজা চন্দ! টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি মীমকে নিয়ে আরেক সমস্যায় পড়েছেন রাজা চন্দ। কারণ এই লাক্স-চ্যানেল আই মহাতারকা মহড়া করতে গিয়ে দিনভর কিছুই খাননি। এ কারণে পরিচালক ভাবতেন, যেকোনো সময় পড়ে যাবেন তিনি! রাজা বলেছেন, ‘আমি তো ভয় পেতাম, মনে হতো এই বুঝি অজ্ঞান হয়ে যাবে মীম!’
এদিকে মিম বলেছেন, ‘টিনার সাজগোজের পরিকল্পনা আমার ভালো লেগেছে। রাজদার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসেছি, কয়েক ঘণ্টা মহড়াও করেছি। আশা করি, তার প্রত্যাশা পূরণ করতে পারবো।’
যৌথ প্রযোজনার ছবি ‘রকেট’-এ মিমের সহশিল্পী ওপারের সোহম। এ ছাড়া নেতিবাচক পুলিশ কর্মকর্তার ভূমিকায় থাকছেন অমিত হাসান। আর দিতি অভিনয় করবেন আনোয়ারের (খরাজ মুখোপাধ্যায়) স্ত্রীর চরিত্রে।