জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট কমানোর নামে মেধার অবমূল্যায়ন ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার গোপন ষড়যন্ত্র করছে। যা তাদের পূর্ববর্তী কয়েক দিনের কার্যক্রম বিশ্লেষণ করলেই স্পষ্ট বোঝা যায়।
সরকারি কলেজসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুক্ষিগত না রেখে এসকল কলেজে পড়ুয়া লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর দুর্দশা লাঘব ও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল সরকারি কলেজসমূহ দ্রুত পাবলিক বিশ্ববিদ্যলয়ের অধীনে নিয়ে এর যথাযথ মানোন্নয়নের জন্য।
এই সংবাদ প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কিছু উদ্ভট সিদ্ধান্ত গ্রহণ করেছে যা মূলত এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং ভর্তিচ্ছু সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যতকেই প্রকারান্তে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
তারা সেশন জট কমানোর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। যা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনোই মেনে নেবে না।
জাবি কর্তৃপক্ষ ক্রাশ কোর্সের নামে চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ভাই ও বোনদের ভবিষ্যতকে অন্ধকারে নিমজ্জিত করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে এবং দেশের সামগ্রীক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দোরগোড়ায় ঠেলে দিতেই তারা এখন শুধুমাত্র জিপিএ’র মাধ্যমে অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু করতে চায়।
সেশন জট কমানো বা ক্রাশ কোর্সের ধোয়া তুলে শুধুমাত্র জিপিএ’র মাধ্যমে ভর্তি করানোর মতো অন্যায্য দাবি কোন মুক্ত চিন্তার মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
সর্বশেষ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করতে গিয়ে হ-য-ব-র-ল অবস্থা তৈরি করে।
এসএসসি_ও_এইচএসসির_রেজাল্ট_যদি_মেধা_মূল্যায়নের_চূড়ান্ত_মাপকাঠি_হয়ে_থাকে_তাহলেএই দুটি সার্টিফিকেটের কল্যাণে অনার্স ও মাস্টার্সের রেজাল্ট দিয়ে দিন এবং পরবর্তীতে এর ভিত্তিতেই বিসিএসক্যাডার নিয়োগ দিয়ে দিন।
উচ্চশিক্ষার_কফিনে_শেষ_পেরেক_ঠুকল_জাতীয়_বিশ্ববিদ্যালয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জায়েদ বিন সুলতান