ঢাকা: তারকাদের ঘর ভাঙার খবর যেন আর নতুন কিছু নয়। হরহামেশাই ঘর ভাঙছে। আবার ঘর গড়ছেনও তারা। সম্প্রতি এমনই এক ঘরভাঙার গুঞ্জন ফের পাখা মেলেছে হাওয়ায়। এবার ঘর ভাঙছে অভিনেত্রী রিচি সোলায়মানের। রিচির স্বামী আমেরিকান প্রবাসী বাঙালী রাসেল মালিক সম্প্রতি মিডিয়ার কাছে এ খবর ফাঁস করেছেন। জানা যায়, ইমেইল বার্তার মাধ্যমে তিনি রিচি সোলায়মান সম্পর্কে মিডিয়ার কাছে নানাধরণের অশ্লীল মন্তব্য সহকারে তথ্য প্রদান করেন, এবং সম্পর্ক ভাঙার ব্যপারে ইঙ্গিত দেন।
এ প্রসঙ্গে রিচিকে বারবার ফোনে চেষ্টা করে মন্তব্য কুড়োতে ব্যর্থ হলেও একটি অনলাইন গণমাধ্যমে রিচির দেয়া মন্তব্য ছিলো এমন-‘’আমিও শুনেছি রাসেক অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। একজন মানুষ কতটা খারাপ হলে তার স্ত্রীকে নিয়ে এমন বাজে কথা বলতে পারে এটা সবার বোঝা উচিৎ। অনেক নিমর্ম সত্য আছে যা আমি সময় হলেই প্রকাশ করবো। তার বিষয়ে আমার কিছুই বলার নেই।’
রিচির বক্তব্যেও এ সম্পর্কের ভাঙনের ইঙ্গিত সুস্পষ্ট।
দু’বছর আগে বিয়ে হয় রিচি সোলায়মান ও আমেরিকা প্রবাসী বাঙালি রাসেক মালিক’র। অভিনয়ে ইস্তফা দিয়ে রিচিও গিয়েছিলেন দূর প্রবাসে। যদিও আসা যাওয়ায় ছিলেন তিনি। সম্পর্কের ফাটলের পর এক সন্তানকে নিয়ে রিচি বর্তমানে তার মায়ের বাসায় বসবাস করছেন।