সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শহীদ-মীরার বিয়ে অনুষ্ঠিত হল ৭ জুলাই। বিয়ের পর বিভিন্ন সময়ে স্ক্রিন শেয়ার করা অভিনেতা-অভিনেত্রী কিংবা সহকর্মিরা শহীদের জন্য পাঠাচ্ছেন অভিনন্দন বার্তা, অথচ কোনো খোঁজ নেই প্রাক্তন প্রেমিকা কারিনার! তাহলে কি তিনি বিবাহিত শহীদের প্রতি অসন্তুষ্ট!জানা গেছে, ৭ জুলাই সকাল ১১টায় বিয়ে হয় শহীদ কাপুরের সাথে বিয়ে হয় দিল্লীর মেয়ে মীরা রাজপুতের। আর তারপর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলিউডের নির্মাতা, অভিনয় শিল্পী আর সহকর্মিদের অভিনন্দন বার্তায় ভাসছেন শহীদ কাপুর।বিশেষ করে নারী অভিনেত্রীদের অভিনন্দনে তুষ্ট শহীদ! অথচ কোনো খবর নেই প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরের। কি করে থাকবে? সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কারিনা বাসই করেন না। ফেসবুক কিংবা টুইটারে নেই কারিনার বিচরণ!শহীদের বিয়েতে কারিনা কাপুর শুভেচ্ছা জানিয়েছেন কি না, তা জানা না গেলেও বলিউড নায়িকাদের শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসছেন এই নব দম্পতি! বিভিন্ন সময়ে তার সাথে স্ক্রিন শেয়ার করা অভিনেত্রীরা সহকর্মি শহীদের জন্য জানিয়েছেন শুভ কামনা। তাদের মধ্যে আছেন অমৃতা রাও, বিপাশা বসু, জেনিলিয়া ডি’সুজা, কঙ্গনা রানাউতসহ বলিউডের তারকা অভিনেতারা।অমৃতা রাও:শহীদ কাপুরের সাথে অমৃতা রাও ‘ইশক বিশক’ এবং ‘বিবাহ’ নামের ছবিতে অভিনয় করেছেন একসমযের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। এমনকি এই জুটির সেরা বাণিজ্যিক ছবি ধরা হয় ‘বিবাহ’-কে। সেই অমৃতাও শুভেচ্ছা জানিয়েছেন শহীদ-মীরা দম্পতিকে। অমৃতা শহীদকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে লিখেন, সত্যি সত্যি ‘বিবাহ’-এর জন্য অভিনন্দন। তোমার এবং মিসেস কাপুরের জন্য অসংখ্য শুভ কামনা রইলো। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক।বিপাশা বসু:রিল লাইফের শহীদের আরেক নায়িকা অভিনেত্রী বিপাশা বসু। ২০০৫ সালে ‘শিখর’ নামের একটি ছবিতে প্রথমবার একসাথে শহীদ কাপুরের সাথে অভিনয় করেন বিপাশা বসু। সদ্য বিবাহিত দম্পতিকে শুভ কামনা জানিয়ে বিপাশা টুইট করেন, অভিনন্দন শহীদ কাপুর। মীরার সাথে তোমাকে খুব মানিয়েছে। তোমাদের একসাথের জীবন মঙ্গলময় হোক।জেনিলিয়া ডি’সুজা:বলিউডের এই শ্রীলঙ্কান সুন্দরীও শহীদ কাপুরের বিবাহিত জীবনকে স্বাগত জানান। তিনি ২০১০ সালে শহীদ কাপুরের সাথে ‘চান্স পে ড্যান্স’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন।কঙ্গনা রানাউত:শহীদ কাপুরের সাথে এখন পর্যন্ত কোনো ছবিতে অভিনয় না করলেও শীঘ্রই বিশাল ভরদ্বাজের আসন্ন ছবি ‘রেঙ্গন’-এ জুটিবদ্ধ হওয়ার কথা বর্তমান সময়ের বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী কঙ্গনা রানাউত।আর তাই তিনিও শহীদের বিয়েতে জানালেন শুভ কামনা। আর আরদের মতন টুইটারে কঙ্গনা রানিউতও সদ্য বিবাহিত এই দম্পতিকে শুভ কামনা জানান।উল্লেখ্য, ৭ জুলাই ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতি মেনে পারিবারিকভাবে বিয়ে হয় শহীদ-মীরার। বরযাত্রা অনুষ্ঠানে পারিবারিক লোকজন ছাড়া অন্যকেউ না থাকলেও আসছে ১২ জুলাই মুম্বাইয়ে বিশাল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছে কাপুর পরিবার।