আরও একটা পুরস্কার পাচ্ছেন তসলিমা

0

Taslima Nasrinআমেরিকান সংগঠন ‘ফ্রিডম ফ্রম রিলিজিওন ফাউন্ডেশন’ থেকে ‘এম্পায়ার হ্যাজ নো ক্লথস’ নামে একটা পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। চলতি বছরের অক্টোবরে এ পুরস্কার পেতে যাচ্ছেন বলে নিজেই ফেসবুকে এক স্টাটাসে জানিয়েছেন।

‘রাজার কোন কাপড় নেই’ শিরোনামের এ পুরস্কার এখন পর্যন্ত পেয়েছেন রিচার্ড ডকিন্স, স্টিভেন পিঙকার, ড্যানিয়েল ডোনেট, ক্রিস্টোফার হিচেনসসহ অনেকে।
অবশ্য পুরস্কার প্রাপ্তির চেয়ে মানুষের ভালোবাসাকেই বড় করে দেখছেন তিনি।

স্টাটাসে তিনি লিখেছেন, অপ্রিয় সত্যি কথা বলে ফেললে মার খাবার আশঙ্কা থাকে। মার অবশ্য খেয়েছি অনেক। ভিড়ের মধ্য থেকে কেউ কেউ যে এগিয়ে এসে ভালোবাসি বলেছে, সেটাই তো বিশাল পাওয়া। এক জীবনে আর বেশি কিছুর দরকার পড়ে না।’

Taslima FBতসলিমা নাসরিনের পুরো স্ট্যাটাসটা হুবহু এমটিনিউজের পাঠকেদর জন্য তুলে দেয়া হলো : ‘একটা সুখবর দিই, আমি এ বছরের অক্টোবরে একটা পুরস্কার পেতে যাচ্ছি। পুরস্কারটার নাম, ‘এম্পায়ার হ্যাজ নো ক্লথস’ বাংলায় ‘রাজার কোনো কাপড় নেই’ হানস ক্রিসচেন এনডারসেন এর বিখ্যাত রূপকথা ‘রাজার নতুন কাপড়’ থেকেই পুরস্কারের নামটা নেওয়া। এ পুরস্কার এ পর্যন্ত বিখ্যাত বিখ্যাত মানুষ পেয়েছেন।

রিচার্ড ডকিন্স, স্টিভেন পিঙকার, ড্যানিয়েল ডোনেট, ক্রিস্টোফার হিচেনস..! আমিই অতি ক্ষুদ্র একজন, যে পেতে যাচ্ছে পুরস্কারটি। পুরস্কারটি দিচ্ছে আমেরিকার মুক্তচিন্তা বিষয়ক সংগঠন ফ্রিডম ফ্রম রিলিজিওন ফাউন্ডেশন। ঝুলিতে আমার অনেক পুরস্কার, আর না হলেও চলবে। আমার কাছে কিন্তু সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালবাসা। এই ভালবাসা অর্জন সহজ নয়।

সবাই যখন বলছে রাজার কাপড় খুব সুন্দর, আমি তো সেই শিশুটির মত, যে কিনা বলছে, রাজার কোনো কাপড় নেই! ওরকম ভরা হাটে অপ্রিয় সত্যি কথা বলে ফেললে মার খাবার আশংকা থাকে। মার অবশ্য খেয়েছি অনেক। ভিড়ের মধ্য থেকে কেউ কেউ যে এগিয়ে এসে ভালোবাসি বলেছে, সেটাই তো বিশাল পাওয়া। এক জীবনে আর বেশি কিছুর দরকার পড়ে না।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More