Freelancing কাজ পাওয়ার জন্য মোটামুটি গোছান একটা প্রোফাইল আর সাথে সেইমাপের একটা Proposal Letter যথেষ্ট। আপনার লেটার এ এমন কিছু থাকতে হবে যেইটা হবে সবার থেকে একটু ভিন্ন।
সাধারণত সবাই লেটার এ নিজের গুনগান গেয়ে ক্লায়েন্টের মাথা খারাপ করে ফেলে। আপনি সেটা করবেন না। আপনি প্রোজেক্টটা ভালভাবে পরবেন এবং প্রোজেক্ট অনুসারে লেটারটা তৈরি করবেন। নীচে আমি একটা প্রোপজাল এর গঠন দিয়ে দিলাম।
Proposal Letterটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিলে বুজতে সুবিধা হবে।
1. প্রথমে আপনি বায়ার কি চাচ্ছে সেইটা বুজলে লেটার এর প্রথমেই বলুন যে প্রোজেক্টটা পরে আপনি কি বুজলেন এবং আপনাকে কি করতে হবে। অর্থাৎ প্রোজেক্টে যা বলবে সেইটাই নিজের মত করে লিখতে হবে।
2. এরপর আপনি কাজটা কিভাবে সম্পন্ন করবেন সেইটা সংক্ষেপে বর্ণনা করবেন। এরপর এই প্রোজেক্টের সাথে রিলেটেড আপনার যে অভিজ্ঞতা আছে সেইটা উল্লেখ করবেন।
3. এরপর কাজটা করতে আপনার কতদিন বা কতসময় লাগবে এবং এর জন্য আপনাকে কত পেমেন্ট দিতে হবে সেইটা ক্লিয়ারলি উল্লেখ করবেন।
4. শেষে, আপনি যে বায়ারের রিপ্লাই এর জন্য অপেক্ষা করছেন সেইটা বলবেন।
5. সব শেষে থ্যান্কস দিয়ে নিজের নাম দিবেন।
হয়ে গেল আপনার চমৎকার একটি Proposal Letter…………..। ভালো থাকেন সবাই।