বৃহত্তর বরগুনা জেলার কিছু উদ্দামি ছাত্রদের উদ্যোগে বরগুনা২৪ডটকম নামে একটি মোবাইল রেস্পন্সিভ নিউজ পোর্টাল শুরু হয়েছে গত ১৯ জুলাই। এই সকল ছাত্রদের কাছে আমরা এই নিউজ পোর্টাল সম্পর্কে জানতে চাইলে তারা জানান যে বগুনার সর্বস্তরের মানুষের কাছে অরাজনৈতিক ও নিরাপেক্ষ নিউজ পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ। এ উদ্যোগে বিভিন্ন পর্যায়ের খ্যাতিনামা লোকেরা থাকলেও তাদের নাম প্রকাশ করতে অপারগ বলে জানিয়েছেন এই ছাত্ররা। এই নিউজ পোর্টালটি বরগুনার সকল মানুষের পাশে দারাবে বলে আসা করেন বরগুনার সর্বস্তরের মানুষ। http://www.barguna24.com/