নিউইয়র্ক: আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এক তরফা নির্বাচন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। সোমবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা নির্বাচন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ প্রমুখ।
শেখ হাসিনা সরকার কর্তৃক এক তরফা নির্বাচনের প্রতিবাদ, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার এবং জেল- জুলুমের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সারা দিন টানা বৃষ্টির মধ্যেও এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। এগুলো হচ্ছে ‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’, ‘জেল- জুলুম- হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘ভারতের দালালরা হুশিয়ার- সাবধান’, ‘এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার’, ‘এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার’ ইত্যাদি।