ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টি২০ খেলেই দেশে ফিরে গিয়েছিলেন। আগে থেকেই জানিয়েছিলেন বাংলাদেশে তিনি টেস্ট সিরিজ খেলবেন না। কারণটা আর কিছুই নয়, তার স্ত্রী সন্তান সম্ভবা এবং এ সময়ের মধ্যেই ডেলিভারি ডেট। তবে, টেস্টই নয় শুধু, ওয়ানডে থেকেও একই কারণে ছুটি দেওয়া হয় এবিকে। বাংলাদেশে প্রোটিয়াদের অবস্থা খুব বেশি ভালো না হলেও, এবি ডি ভিলিয়ার্সের পৃথিবী এখন সবচেয়ে আনন্দময়। কারণ, বুধবারই তার ড্যানিয়েলা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
এবি ডি ভিলিয়ার্স যদিও নিজে এই খুশির দিনে প্রথমে নিজে কোনও বার্তা দেননি। কিন্তু টুইটারে তার ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবজাতককে। পরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে ডি ভিলিয়ার্স, তার স্ত্রী ড্যানিয়েলা এবং নবাজতকের ছবি প্রকাশ করে। সেখানেই ভক্তদের অভিনন্দনের জবাব দেন এবি। তিনি বলেন, ‘আমরা নিজেদের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী এবং সৌভাগ্যবান মনে করছি। মা এবং ছেলে দু’জনই ভালো আছে। সবাইকে ধন্যবাদ।’
ডি ভিলিয়ার্সকে নিয়ে প্রোটিয়ারা বাংলাদেশে টি২০ সিরিজ জিতেছিল। কিন্তু ওয়ানডে ম্যাচের তিনটির মধ্যে দু’টিতে হেরেই সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিক প্রথম টেস্টেও দক্ষিণ আফ্রিকা ব্যাকফুটেই রয়েছে। এখন বোঝা যাচ্ছে, হয়তো এবি ডি ভিলিয়ার্স না থাকলে দলটার কী অবস্থা হয়।