বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় চল্লিশ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত।
এদের মধ্যে প্রায় ১৪ লাখ মানুষ প্রতি বছর আক্রান্ত হয়ে মারা যায়।কিন্তু সচেতনতা বৃদ্ধি এবং প্রতিশেধক সুবিধা বাড়ানো গেলে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব।
এমন প্রেক্ষাপটে আজ মঙ্গলবার ‘হেপাটাইটিস প্রতিরোধ: নির্ভর করছে আপনার ওপর’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস।যারা এই ভাইরাসে আক্রান্ত হন তাদের অনেকেই জানেনা তারা এই রোগ বহন করছেন।
বাংলাদেশে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসের দীর্ঘমেয়াদি বাহক বলে অভিমত বিশেষজ্ঞদের।
বাংলাদেশের মোট জনসংখ্যার এক বিরাট অংশ নানা ধরনের লিভার রোগে আক্রান্ত।
লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের জন্য প্রধানত দায়ী হেপাটাইটিস।
যদিও এ নিয়ে তেমনভাবে গবেষণা কাজ হয়নি বলে সঠিক পরিসংখ্যান জানা যায়নি তবু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চার থেকে পাঁচ শতাংশ রোগী হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।