শেখ হাসিনা-রেহানা-পুতুলের নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি, সতর্কবার্তা দিল আওয়ামী লীগ

0

Hasina Putul rehanaসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানা ও আওয়ামী লীগের নামে ভুয়া আইডির বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এসব ভুয়া আইডি বা পেজে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করা হয়ে থাকে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।

এ বিষয়ে কয়েক ঘণ্টা আগে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ভুয়া ‘ফেইক’ আইডির একটি তালিকা তুলে ধরে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু কিছু ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।’

দেশবাসীকে আমরা দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক কোনো ফেসবুক পেজ পরিচালিত হয় না।
অনেক পেজের বিবরণে আবার এডমিনরা লিখছেন ‘এই পেইজ অফিসিয়াল’ কিংবা তাদের (মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য) ‘তত্ত্বাবধায়নে পরিচালিত’; এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট। তাই এই সকল পেজের এডমিনদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে পেজগুলো ‘Unpublished’ করার জন্য।
বিভ্রান্তিমূলক কিছু পেজের লিঙ্ক দেওয়া হলোঃ1. Saima wazed Putul – সায়মা ওয়াজেদ পুতুলLink: https://www.facebook.com/Saima.Wazed.Putul.20132. Sheikh Hasina – শেখ হাসিনাLink: https://www.facebook.com/Joy.Banglaaa3. Sheikh HasinaLink: https://www.facebook.com/pages/Sheikh-Hasina/1094127724175984. Sheikh RehanaLink: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/6139774720077385. Sheikh RehanaLink: https://www.facebook.com/pages/Sheikh-Rehana/2723074696175526. Bongobondhu Sheikh Mujibur RahmanLink: https://www.facebook.com/bongobondhu7. Radwan Mujib Siddiq BobbyLink: https://www.facebook.com/rmsiddiqbobby8. Bangladesh Awami League – বাংলাদেশ আওয়ামী লীগLink: https://www.facebook.com/Bangladesh.Awami.League.JoyBangla9. Bangladesh Awami LeagueLink: https://www.facebook.com/awamileague.bd

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More