তিন দিনে সর্বাধিক আয়ের দিক থেকে এরইমধ্যে আমিরের পেছনে পড়ে গেছে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’, ঋত্বিক রোশনের ‘কৃশ ৩’ ও সালমানের ‘দাবাঙ’।
প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের তথ্যানুসারে ছবিটি মক্তির প্রথম দিনই শুধু ভারতে আয় করে ৩৬.২২ কোটি রুপি। এছাড়া ভারতের বাইরে অন্যান্য দেশে ছবিটি আয় করে ২০.৬৪ কোটি রুপি। যা একদিনে কোনো বলিউড ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড।
দ্বিতীয় দিনে ‘ধুম ৩’ এর আয় ছিল ঘরে বাইরে মিলিয়ে ৫৩ কোটি রুপি। আর গত রোববার ও সোমবারও আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পাকিস্তান, অস্ট্রেলিয়ার সিনেমা হলগুলো ছিল ধুমে মুখর।
‘ধুম ৩’ ছবির এই অভূতপূর্ব সাফল্যকে বলিউডের ব্যবসা বিশ্লেষক তরুণ আদর্শ ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন।