ঢাকা: রাজধানীর বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে এক পুলিশ সদস্য দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আরো দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
দগ্ধ দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বাংলামোটর মোড়ে এ ঘটনা ঘটে বলে বাংলামেইলকে নিশ্চিত করেন রমনা থানার ওসি মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, ‘রাতে বাসটি বাংলামোটরে দাঁড়ানো ছিল। বাসে তখন তিন পুলিশ সদস্য ছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা বাসকে লক্ষ্য করে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। এতে বাসে এক পুলিশ সদস্য দগ্ধ হয়েই মারা যান।’ এ ঘটনায় অপর দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন বলে তিনি জানান।