আন্তর্জাতিক ডেস্ক : ধেয়ে আসছে ৩৫৪ কিমি বেগের ভয়ঙ্কর টর্নেডো। তাইওয়ান, জাপান ও চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘সৌডেলর’।
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর এশিয়ার দিকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টর্নেডো।
এই ঝড়কে সবচেয়ে শক্তিশালী বলার কারণ, এর গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫৪ কিমি। মুহূর্তে টেলিগ্রাফ পোস্ট থেকে শুরু করে গাড়ি-চিড়ে বেরিয়ে যেতে পারে ভয়ঙ্কর এই টর্নেডো।
মারিয়ানায় ঝড়ের দাপটে চরম সতর্কতা জারি করা হয়েছে। এতে গোটা দ্বীপ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মানুষজন ভয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে।
স্থানীয় আবহাওয়া অধিদফতরের প্রতিনিধি কোরা আডা জানিয়েছেন, এই ঝড়ের ফলে সমুদ্রে ৩০ মিটার উঁচু ঢেউ তৈরি হয়েছে, যা মহাবিপদের সংকেত।