ঢাকা: রাজধানীর রূপনগরে আরিফুল ইসলাম বাবু নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রূপনগর এক্সটেনশন রোডের ২ নম্বর গেটে চার-পাঁচজন দুর্বৃত্ত বাবুকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বাম পায়ে গুলি লাগে। পরে আহতাবস্থায় বন্ধু সবুজসহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বাবু বাংলামেইলকে জানায়, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বাসা থেকে মিটিং শেষ করে মিরপুর ৬ নম্বরে বাসায় ফিরছিরেন তিনি। অন্ধকারে বেশ কয়েকজন তাকে গুলি ছুড়লে তার বাম পায়ে একটি গুলি লাগে।