টানা তিনটি সিরিজ সাফল্যের সাথে শেষ করার পর বাংলাদেশের দল ক্রিকেট থেকে বলা চলে এক প্রকার লম্বা বিরতিতে গেছে। বিশ্বকাপে চমক দেখিয়ে ঘরের মাটিতে ডেকে এনে ক্রিকেটের অন্যতম সেরা তিন দলের বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জয়ের স্বাদ, আর নতুন নতুন রেকর্ডের ফুলঝুড়ি! তবে এমন লম্বা বিরতিতে থেকে বাংলাদেশ ক্রিকেট যাতে পিছিয়ে না পরে সেজন্য বিসিবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে বেশ কিছু পদক্ষেপ।
দলের সফলতা এনে দিয়ে তেমন বিশ্রাম পায়নি টাইগাররা, আর সেই কারণেই ঈদের ছুটিও পাননি তারা। তবে এই ছুটি মাত্র দুই সপ্তাহের জন্য স্থায়ী হবে বলেই বিসিবি জানিয়েছে। সফরের শেষ টেস্ট পরিত্যক্ত ঘোষণা করার দিনে এবং পরের দিনেই অনেকে হোটেল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। তবে দলের ফিটনেস ক্যাম্প শুরু হবে ২২ আগস্ট থেকে, আর সেই ক্যাম্পে দলের সবাইকে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে থেকে লম্বা বিরতিতে থাকলেও আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে। সেই লক্ষ্যেই সবাই কে একটা লম্বা বিশ্রামের পর আবার দলের সাথে যোগ দিতে হবে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) শুরু হয়ে যাবে। আর টি-২০ বিশ্বকাপ কে সামনে রেখে বেশ ভালো প্রস্ততি হিসেবে বিপিএল কাজ করবে বলেই বিসিবি মনে করে।