প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সৌদি আরব ও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একত্রে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
‘আমি এই সুযোগ নিয়েছি যে, বাংলাদেশ সকল ধরনের সন্ত্রাস ও বিস্তারের নিন্দা জানায়। এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি আরব এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করার আমাদের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান এবং সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এটি দুঃখজনক ও উদ্বেগের বিষয় যে, আজ সৌদি আরবের আল আবহা মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৭ ব্যক্তি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়।
তিনি বলেন, ‘আমি এই ঘটনায় আপনাকে এবং আপনার মাধ্যমে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি ভ্রাতৃপ্রতিম সকল সৌদি জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ আমার সঙ্গে দেশে ও দেশের বাইরে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার লড়াইয়ে তাদের সংহতি প্রকাশ করছে।’