আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুদিনের শোক দিবসে বিএনপি নেত্রী (খালেদা জিয়া) জন্মদিন পালন কবেন কি করবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি যদি আগের মত আচরণ করেন সেটা তাঁর নিচু মনের প্রকাশ হবে।
বুধবার সন্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, পূর্বের মত শোক দিবসে খালেদা জিয়া জন্ম দিন পালন করলে সেটা তার নিচু মনের পরিচয় হবে। তাতে আমাদের আর কিছু বলার নেই।
বিএনপির প্রতি মানুষের কোন আস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির প্রতি এখন আর মানুষের আস্থা নেই। তাদের আচরণ মানুষ এখন ঘৃণা করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।