কক্সবাজারের সেন্টমার্টিনের এলাকার গভীর সমুদ্র থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
এসময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আল্লাহর দান নামে একটি ফিশিং ট্রলার তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক পাচারকারীরা সবাই চট্টগ্রামের গহীরা এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তাদের নাম জানা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ইয়াবা ও বোটের আনুমানিক মূল্য টাকা ৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েঝে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার বিএন এম দুরুল হুদা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।