রাজধানীর চকবাজার এলাকার একটি বাসায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা জয়নালকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর চকবাজার এতিমখানা রোড এলাকার জয়নালের বাসায় এক বছর ধরে কাজ করছে সাত বছর বয়সী শিশুটি। বুধবার (৫ আগস্ট) রাতে জয়নাল শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন জয়নালের এক প্রতিবেশী।প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক আটকের খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়নালকে নিজ বাসা থেকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঘটনাটি অস্বীকার করেছে।
তবে থানায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি আরো বলেন, তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাওয়া হবে।